নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতাহার আলীর মৃত্যু হয়ছে। রোববার সকাল ৮টায় ইটালী ইউনিয়নের লটাবাড়িয়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্র জানায়, সকালে বাড়িতে একটি সুইচ মেরামতের সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইটালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আরিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার তরে বলেন, বিষয়টি অনেক দুঃখজনক।
এ ঘটনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ইটালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আরিফুল ইসলাম ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেদার হায়াত শোক প্রকাশ করেছেন।
রেজাউল করিম রেজা/এফএ/এমএস