দেশজুড়ে

পুলিশ দেখে পালাল সিএনজি, প্রাণ গেলো দুইজনের

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন।

নিহতরা হলেন উপজেলার স্বস্তিপুর গ্রামের বারিন্দ্র সরকারের ছেলে ইরেশ সরকার (৩০) ও করগাও গ্রামের সুরুজ মিয়ার ছেলে সোহেল মিয়া (৩২)।

দুর্ঘটনায় আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে গজনাইপুর ইউনিয়নের সাতাইয়াল গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাতে মহাসড়কে একটি সিএনজিকে থামানোর সংকেত দেয় হাইওয়ে পুলিশ। এ সময় সিএনজিচালক দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল আরোহী গজনাইপুর ইউনিয়নের শতক গ্রামের ধান ব্যবসায়ী আজাদ মিয়া ও করগাও গ্রামের সুহেল মিয়া, সিএনজি অটোরিকশার যাত্রী স্বস্তিপুর গ্রামের ইরেশ সরকার, একই গ্রামের কালিপদ সরকার, সাইফুল ইসলাম, শান্ত বিশ্বাস, সুনামগঞ্জের জগন্নাথপুরের চন্দ্র বিশ্বাস ও মৌলভীবাজারের রঘু সরকার গুরুতর আহত হন।

স্থানীয়দের সহায়তায় হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টায় সুহেল মিয়া ও ইরেশ সরকার মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, নবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আতাউর রহমান, গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাওছার আলম ও গজনাইপুর ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল।

সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী বলেন, সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছে। হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে দুইজন মারা যান।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/পিআর