দেশজুড়ে

লালপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নাটোরের লালপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ওয়ালিয়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- একই গ্রামের আদম হোসেনের ছেলে নাইম (৯) ও তার খালাত বোন রাজশাহী শহরের বেলদারপাড়া এলাকার আলমগীর হোসেনের মেয়ে আফিয়া (৭)। আফিয়া তার নানা বাড়িতে বেড়াতে এসেছিল।

পুলিশ ও এলাকাবাসী জানান, নাইম ও আফিয়া বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে হাকিম চেয়ারম্যানের পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করে বাড়ির লোকজন।

লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজাউল করিম রেজা/এফএ/আরআইপি