দেশজুড়ে

৪০ লাখ টাকা নিয়ে উধাও গাজী

সাতক্ষীরা সদরের দক্ষিণ পলাশপোল এলাকার কওসার গাজী (৩৫) বিভিন্ন ব্যাংক ও ব্যবসায়ীদের কাছ থেকে ৪০ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছেন।

পলাতক কওসার গাজী দক্ষিণ পলাশপোল এলাকার মোকাদ্দেস গাজীর ছেলে। গত ৩ আগস্ট থেকে গা ঢাকা দেন কওসার গাজী।

শহরের মুনজিতপুর এলাকার ব্যবসায়ী হাসিবুর রহমান বলেন, ব্যবসার কথা বলে ১৮ জুন আমার কাছ থেকে দুই লাখ টাকা নেয় গাজী। টাকা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে আমাকে একটি চেকও দেয়। কিন্তু সেই চেকটি ভুয়া। আমার টাকা না দিয়ে পালিয়ে গেছে গাজী।

একইভাবে সুলতানপুর এলাকার মাহফুজুর রহমানের কাছ থেকে ৫০ হাজার, তহিদুর রহমানের কাছ থেকে ৩ লাখ টাকাসহ আরও কয়েক ব্যক্তির কাছ থেকে টাকা নেয় গাজী। তারা বলেন, আমরা গাজীর কোনো খোঁজ পাচ্ছি না। আমাদের টাকা নিয়ে উধাও হয়েছে সে।

শহরের সুলতানপুর কাজিপাড়া এলাকার তহিদুর রহমান ও মাহফুজ বলেন, শহরের খান কমিউনিটি সেন্টারের সামনে গাজী ট্রেডার্স নামে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে প্রতারণা শুরু করে গাজী। শুধু আমাদের কাছ থেকে নয়, উত্তরা ব্যাংক সাতক্ষীরা শাখা থেকে ১৬ লাখ, প্রাইম ব্যাংক সাতক্ষীরা শাখা থেকে ৫ লাখ ও ব্যবসায়ী রাজ্জাকের কাছ থেকে ৩ লাখ টাকা নিয়েছে গাজী। তার নামে যে ব্যাংক অ্যাকাউন্টের চেক দিয়েছিল সে অ্যাকাউন্টে কোনো টাকা নেই। আমরা সবাই এখন বিপাকে পড়েছি। তবে আইনি প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি নিচ্ছি আমরা।

উত্তরা ব্যাংক সাতক্ষীরা শাখার ম্যানেজার জিয়া মোর্শেদ বলেন, ব্যাংক থেকে ১৬ লাখ টাকা নিয়ে পালিয়েছে গাজী। আমরা তার বাড়ি নিলামে ওঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছি।

এ বিষয়ে সদর থানা পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান বলেন, প্রতারণার বিষয়ে কেউ এখনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আকরমুল ইসলাম/এএম/এমএস