বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উন্নত চিকিৎসার জন্য নিউইয়র্ক পৌঁছেছেন। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সস্ত্রীক জেএফকে এয়ারপোর্টে পৌঁছান। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জেএফকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান নিউইয়র্ক সফররত বিএনপির কেন্দ্রীয় সহদফতর সম্পাদক এমরান সালেহ প্রিন্স, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডা. রফিক চৌধুরী, সাপ্তাহিক বাংলাদেশ এর সম্পাদক ডা. ওয়াজেদ এ খান প্রমুখ।বিমানবন্দর থেকে ফখরুল ইসলাম আলমগীর সরাসরি হোটেলে চলে যান। হোটেলে তাকে অভ্যর্থনা জানান নিউইয়র্কে অবস্থানরত বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী সাদেক হোসেন খোকা।উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্যারোটিড আর্টারি ব্লকেজ ও হার্টসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। কারাগারে থাকা অবস্থায় সম্প্রতি তিনি অসুস্থ হয়ে পড়লে মেডিকেল বোর্ডের প্রতিবেদন বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতিসহ তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। জামিনের পরপরই তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যান। সেখানে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান। এমএম/এএইচ/এমএস