নাটোরে অবৈধ অস্ত্র রাখার দায়ে মো. আব্দুর রাজ্জাক (৪৫) নামের এক ব্যক্তিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নুরুজ্জামান সরকার এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আব্দুর রাজ্জাক সিংড়া উপজেলার পশ্চিম ভেংড়ি গ্রামের মৃত খোরশেদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নাটোর জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম বলেন, ২০১১ সালের ২৪ অক্টোবর রাতে রাজ্জাকের শোবার ঘরে স্টিলের বাক্স থেকে একটি শুটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব। পরে এ ঘটনায় মামলা করা হয়। একই মামলায় দুটি পৃথক ধারায় আব্দুর রাজ্জাককে ১৭ বছরের কারাদণ্ড দেন বিচারক।
রেজাউল করিম রেজা/এএম/পিআর