দেশজুড়ে

বেনাপোলে ৪৭ হাজার ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ

 

বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১১০ পিস ভারতীয় শাড়ি ও ৪৭ হাজার ২০০ পিস যৌন উত্তেজক (সেনেগ্রা) ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। শুক্রবার সকালে বারপোতা এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা এসব শাড়ি ও ট্যাবলেট জব্দ করা হয়। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, চোরাকারবারিরা ভারত থেকে বিপুল পরিমাণ শাড়ি ও ট্যাবলেট এনে পুটখালী সীমান্তের বারপোতা এলাকায় অবস্থান করছে- এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ১৫ লাখ ৪১ হাজার টাকার ভারতীয় শাড়ি ও ট্যাবলেট জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে আগেই চোরাকারবারিরা পালিয়ে যায়। জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

জামাল হোসেন/আরএআর/পিআর