দেশজুড়ে

ট্রাকসহ ভেঙে পড়ল বেইলি সেতু

টাঙ্গাইল-আরিচা মহাসড়কের নাগরপুর উপজেলার বারাপুষা বেইলি সেতু ভেঙে একটি বালুবাহী ট্রাক খাদে পড়েছে। এতে চালকসহ দুইজন আহত হয়েছেন। বুধবার ভোরে ট্রাকটি সেতু পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

সেতুটি ভেঙে পড়ায় টাঙ্গাইল-আরিচায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এর ফলে দুপারের সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। তবে ভেঙে পড়া ওই বেইলি সেতুটি সংস্কারের কাজ এখনও শুরু হয়নি। সেতু ভাঙার ফলে লোকজন এখন নৌকায় পারাপার হচ্ছেন। ভেঙে পড়া ওই বেইলি সেতুটি দ্রুত সংস্কার করে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সকালে দুর্ঘটনা কবলিত সেতুটি পরিদর্শন করেছেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা শাহীন ও নাগরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইন উদ্দিন। সেতুটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

নাগরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইন উদ্দিন জানান, সেতুটি ভেঙে পড়ায় টাঙ্গাইল-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ভেঙে পড়া সেতুটি দ্রুত সংস্কারের জন্য টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগকে অবহিত করা হয়েছে।

আরিফ উর রহমান টগর/আরএআর/আরআইপি