শেরপুরে বজ্রপাতে মজিবর রহমান ওরফে শেখ জামাল (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার দুপুর ২টার সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর পশ্চিমপাড়া গ্রামে দিকে এ ঘটনা ঘটে।
নিহত শেখ জামাল চরশেরপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে।
চরশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ বিষয়টি নিশ্চিত করে জানান, মাঠে কৃষি কাজ করার সময় বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই কৃষক শেখ জামালের মৃত্যু হয়।
হাকিম বাবুল/আরএআর/এমএস