দেশজুড়ে

ছাত্রলীগের হাতে লাঞ্ছনার শিকার আ.লীগ নেতা

টাঙ্গাইলের ঘাটাইলে ছাত্রলীগ নেতাকর্মীদের কাছে লাঞ্ছনার শিকার হয়েছেন পৌর মেয়র ও মনোনয়ন প্রত্যাশী এক আওয়ামী লীগ নেতা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঘাটাইল থানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

ঘাটাইল-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জাকারিয়া মানবকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান আবু ইউসুফ আব্দুল্লাহ (তুহিন) এবং ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পৌর মেয়র শহিদুজ্জামান খান এ লাঞ্ছনার শিকার হন।

এ ঘটনায় রাতেই থানায় মামলা ও চার ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন, ঘাটাইল জেবিজি কলেজের সাবেক ভিপি আবু সাঈদ রুবেল (২৭), উপজেলা ছাত্রলীগকর্মী তিতু মিয়া (২৬), আালামিন (২৪) ও রিয়াজ মিয়া (২৫)।

পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান জানান, ঘাটাইল-৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জাকারিয়া মানবকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান আবু ইউসুফ আব্দুল্লাহ (তুহিন)। তুহিনকে সমর্থন করছেন তিনি। আর এজন্য তার ওপর ক্ষুব্ধ গত সংসদ নির্বাচনে এ আসনের আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু।

পৌরমেয়র শহীদ ও আওয়ামী লীগ নেতা তুহিন

এছাড়াও নির্বাচন ঘিরে আগামী ৩ অক্টোবর দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে একটি পরিচিতি সভার আয়োজন করেছেন তিনি। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে ঘাটাইল প্রবেশ করেন আবু ইউসুফ আব্দুল্লাহ (তুহিন)। রাত ৯টার দিকে গাড়িতে করে বাসভবনে ফিরছিলেন তারা। এ সময় ঘাটাইল থানা মোড় এলাকায় তাদের গাড়ি থামায় শহিদুল ইসলাম লেবুর সমর্থক ঘাটাইল জেবিজি কলেজ শাখার সাবেক ভিপি ও আবু সাঈদ রুবেলসহ তার ক্যাডার বাহিনী।

এ সময় গাড়ি থেকে নামিয়ে তাদের গালিগালাজ ও নানাভাবে লাঞ্ছিত করাসহ গাড়ি ভাঙচুর ও চালককে মারধর করে এই ক্যাডার বাহিনী। এ ঘটনায় তারা থানায় মামলা দায়ের করার পরপরই জড়িতদের গ্রেফতার করে থানা পুলিশ।

এ প্রসঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান জানান, রাতেই উপজেলা ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরিফ উর রহমান টগর/এফএ/এমএস