দেশজুড়ে

দাওয়াত খেয়ে এসে দেখেন ঘরের এই অবস্থা

সাতক্ষীরা শহরের রাধানগর এলাকায় মোটরপার্টস ব্যবসায়ী আশফারুল ইসলামের বাড়িতে দিনে দুপুরে চুরি হয়েছে। শুক্রবার বিকেলে ঘটনা ঘটে। ঘরের আলমারি ভেঙে নগদ দুই লাখ ২০ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালংকার করা হয়েছে বলে দাবি পরিবারের।

আশফারুল ইসলামের স্ত্রী সাহানা বেগম জানান, বেলা ১২টার দিকে তারা এক আত্মীয়ের বাড়িতে দাওয়াতে গিয়েছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে ফিরে এসে ঘরের তিনটি রুমের আলমারি তছনছ অবস্থায় রয়েছে। পরবর্তীতে দেখা যায় আলমারিতে থাকা নগদ দুই লাখ বিশ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালংকার ছাড়া বাকি সবকিছুই ঠিক রয়েছে। পরিচিত কেউ এমন ঘটনা ঘটিয়েছে বলে জানান তিনি।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তাছাড়া চুরি যাওয়া নগদ টাকা ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

আকরামুল ইসলাম/আরএআর/পিআর