যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পাচারের সময়ে ৫০ লাখ টাকাসহ বাবলুর রহমান (২৩) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
রোববার বিকেল সাড়ে ৩টার দিকে তাকে গ্রেফতার করে বিজিবি। গ্রেফতার বাবলুর রহমান পুটখালী পূর্বপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।
খুলনা-২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৩টার দিকে পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা বটতলা পোস্টের বাওড়কান্দা এলাকায় অভিযান চালায়।
এ সময় পাচারকারী বিজিবির উপস্থিতি বুঝতে পেরে একটি প্যাকেট ফেলে পালানোর চেষ্টা করলে তাকে দৌড় দিয়ে ধরে বিজিবির সদস্যরা। পরে প্যাকেটটি খুলে ৫০ লাখ বাংলাদেশি টাকা পাওয়া যায়। তার বিরুদ্ধে অর্থ পাচারের মামলা দিয়ে বেনাপোল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
মো. জামাল হোসেন/এএম/আরআইপি