দেশজুড়ে

কালিহাতীতে আগ্নেয়াস্ত্রসহ মাদক সম্রাট গ্রেফতার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় একটি আগ্নেয়াস্ত্র, গুলি ও ৫৫ পিস ইয়াবাসহ মাদক সম্রাট মোশাররফ হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় কালিহাতী থানার সামনের মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোশাররফ হোসেন কালিহাতী পৌর শহরের দক্ষিণ বেতডোবা এলাকার মৃত. আবুল হোসেনের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসার আলীর ভাগ্নে।

এ প্রসঙ্গে কালিহাতী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী থানার সামনের মোড় দিয়ে যাওয়ার সময় উপজেলার মাদক সম্রাট মোশাররফ হোসেনকে গ্রেফতার করা হয়।

এ সময় তাকে তল্লাশি করে একটি দেশীয় পাইপগান, এক পিস কার্তুজ ও ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক সম্রাট মোশাররফের বিরুদ্ধে কালিহাতী থানায় ১২টি মামলা রয়েছে। নতুন করে তার বিরুদ্ধে মামলা দেয়া হবে।

আরিফ উর রহমান টগর/এএম/এমএস