দেশজুড়ে

কালীগঞ্জে আওয়ামী লীগ নেতার কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাবেক এক সদস্যকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ রায় প্রদান করেন।    থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. তরিকুল ইসলাম উপজেলার বাহাদুরসাদী গ্রামের উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. মুজিবুর রহমানের বাড়িতে অভিযান চালান। এসময় পুলিশ তার বাড়ি থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। তিনি ওই গ্রামের মৃত মাইন উদ্দিনের ছেলে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯ (১) ৭ ধারা মোতাবেক ওই আওয়ামী লীগ নেতাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। আব্দুর রহমান আরমান/এমজেড/পিআর