টাঙ্গাইল জেলা পরিষদের সচিব পদে পদোন্নতি পেয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিনাত জাহান। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে পদায়নের বিষয়টি জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২৭ তম বিসিএসে উত্তীর্ণ জিনাত জাহান ২০১৬ সালের ফেব্রুয়ারিতে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে যোগদান করেন । যোগদানের পরই সদর উপজেলায় প্রথম চালু করেন পূর্ণাঙ্গ ডিজিটাল পদ্ধতি। নাগরিক সমস্যা সমাধান, মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সেবা গ্রহিতাদের দ্রুত সেবা প্রাপ্তি সুযোগ করে এ ডিজিটাল পদ্ধতি। এছাড়াও বাল্য বিয়ে রোধে মানুষের সচেতন, বাল্য বিয়ে বন্ধ, ইভটিজিং প্রতিরোধ, মাদকের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া, ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষিসহ বিভিন্ন সমস্যা সমাধানের মত গুরুত্বপূর্ণ অসংখ্য কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অবদান রেখেছেন তিনি।
টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বর্তমানে পদোন্নতিপ্রাপ্ত জেলা পরিষদ সচিব জিনাত জাহানের স্বামী মো. আহাদুজ্জামান মিয়া এ জেলায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) পদে কর্মরত।
পদোন্নতি প্রাপ্তির পর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিনাত জাহান জানান, এ উপজেলায় যোগদান ও সর্বোচ্চ কাজের সুযোগের ফলে তার পদোন্নতি হয়েছে। জেলা পরিষদ সচিব পদে যোগদানের মাধ্যমে তিনি জেলাবাসীর সেবা করার সুযোগ পেয়ে আনন্দিত।
আরিফ উর রহমান টগর/আরএআর/এমএস