দেশজুড়ে

ধানক্ষেতে মিলল নিখোঁজ যুবকের মরদেহ

টাঙ্গাইলের ঘাটাইলে আলম মিয়া (৩২) নামে এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার নিয়ামত গ্রামের ধানক্ষেত থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় নিহতের বাবা আজগর আলী বাদী হয়ে ঘাটাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- নিহত আলম মিয়ার চাচা মোতালেব মিয়া (৪৮) ও প্রতিবেশী মোহাম্মদ আলী (৩২)।

মামলার অভিয়োগ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ঘাটাইল উপজেলার নিয়ামতপুর গ্রামের আলম মিয়া পেশায় একজন দিনমজুর। গত বুধবার রাত আনুমানিক রাত ১০টার পর থেকে তিনি নিখোঁজ হন। নিখোঁজের পরদিন বৃহস্পতিবার সকালে তুলা মিয়া নামে এক ব্যক্তি মাছ ধরতে গেলে নিয়ামতপুর বিলের ধারে ধানখেতে আলমের মরদেহ পড়ে থাকতে দেখতে পান। ঘটনাটি ইউপি সদস্য ও পরিবারের লোকজন জানতে পেরে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত আলম মিয়ায় বাবা আজগর আলী বলেন, জমিজমা নিয়ে আমার ভাই মোতালেবের সঙ্গে বিরোধ রয়েছে। তাদের সঙ্গে এ নিয়ে মাঝে মধ্যে ঝগড়া বিবাদ হত। জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে মোতালেব ও তার স্ত্রী পারুল বেগম পরিকল্পিতভাবে আলমকে হত্যা করেছে বলে তিনি অভিযোগ করেন।

ঘাটাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মাকসুদুল আলম জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিয়োগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

আরিফ উর রহমান টগর/আরএআর/এমএস