ফরিদপুরের বোয়ালমারীতে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় দু’গ্রুপের সংঘর্ষে এক কিশোর নিহত ও কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।
আহতদের স্থানীয় হাসপাতালে ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বোয়ালমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সকাল ৮টার দিকে উপজেলার জয়পাশা গ্রামে সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আব্দুর রহমান বাশার গ্রুপের সঙ্গে সাবেক ইউপি সদস্য আবু সাইদ মিয়া গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় উভয় গ্রুপের কমপেক্ষ ৫ জন আহত হন।
তিনি বলেন, সংঘর্ষ চলাকালে গুলিতে সৈয়দ নাজিম আলী (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়। বাশার গ্রুপ ও সাইদ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরেই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল।
সংঘর্ষের খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহটি পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এফএ/এমএস