দেশজুড়ে

আমরা স্বীকৃতি চাই, সহযোদ্ধাদের জন্য বাড়ি চাই : কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, দেশটা ভালোভাবে চলছে না। দেশের এখন বড় দুর্দিন। দেশটা ভালোভাবে চলা দরকার।

শনিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রেস ক্লাব চত্বরে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধু যখন জীবিত ছিলেন তখন বঙ্গবন্ধু ছাড়া আর কারও নাম শোনা যায়নি। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার পর কেউ কথা বলেননি। অন্যায়ের প্রতিবাদ করতে সেদিন আমি অস্ত্র হাতে যুদ্ধ করেছিলাম। কষ্ট লাগে যারা সেদিন বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছিল, তারা আজ বঙ্গবন্ধুর নামে মুখে ফেনা তোলে। আমার কথায় অনেকের গা জ্বালা করবে। এতে কিছু আসে যায় না আমার। আমি আল্লাহ ছাড়া কারও গোলামি করি না। বঙ্গবন্ধু হত্যার এত বছর পরও আল্লাহ হয়তো কোনো না কোনো কারণে আমাকে বাঁচিয়ে রেখেছেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করায় জিয়া, এরশাদসহ সব সরকারের আমলেই আমরা নির্যাতিত হয়েছি। আমরা স্বীকৃতি চাই। বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী সহযোদ্ধাদের আর্থিক সচ্ছলতা চাই, বাড়ি চাই।

জনগণের ভোটাধিকারের কথা উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, যখন আমি ধর্মঘটে ছিলাম তখন অনেক রিকশাওয়ালা বলেছেন, তারা এক বেলা না খেয়ে থাকতে রাজি আছেন। তবুও ভোটের অধিকার চান তারা। তাই আমিও রাজনীতির সুস্থ পরিবেশ চাই। এক দলের মানুষ যাতে অন্য দলের মানুষের সঙ্গে কথা বলতে পারেন, জানাজায় অংশ নিতে পারেন এমন পরিবেশ দেখতে চাই।

আগামী ২৮ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী প্রতিরোধ যোদ্ধাদের সমাবেশে যোগদানের আমন্ত্রণ জানান তিনি। এ সময় নালিতাবাড়ী প্রতিযোদ্ধা সংগঠনের যোদ্ধাসহ স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।

হাকিম বাবুল/এএম/জেআইএম