বিএনপির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাতক্ষীরা জেলার সাবেক সভাপতি ও তালা-কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার হত্যা ও চাঁদাবাজিসহ চারটি মামলায় সাতক্ষীরার আদালতে আত্মসমর্পণ করলে আদালত চাঁদাবাজির একটি মামলায় জামিন মঞ্জুর করলেও অপর তিনটিতে তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সরকার পক্ষের পিপি অ্যাডভোকেট ওসমান গনি বলেন, হাবিবুল ইসলাম হাবিব তালা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফ হত্যার দুটি ও চাঁদাবাজির দুটি মামলায় সাতক্ষীরা অতিরিক্ত জেলা ও দায়রা জজের (দ্বিতীয় আদালত) বিচারক অরুনাভ চক্রবর্তীর আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত উভয়পক্ষের শুনানি শেষে আলতাফ হত্যাসহ তিনটি মামলায় জামিন আবেদন নাকচ করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। তবে চাঁদাবাজির একটি মামলায় তার জামিন মঞ্জুর করেছেন আদালত।
উল্লেখ্য, ২০০৪ সালের ৪ মে তালা উপজেলা বিএনপি সভাপতি আলতাফ হোসেনকে পাটকেলঘাটা পাঁচ রাস্তার মোড়ে বোমা মেরে হত্যা করে সন্ত্রাসীরা। এ সংক্রান্ত দুটি মামলায় হাবিবুল ইসলাম হাবিব জামিন নিতে আদালতে আত্মসমর্পণ করেন। তাছাড়া কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার প্রধান আসামি সাবেক এই সংসদ সদস্য।
আকরামুল ইসলাম/এফএ/পিআর