দেশজুড়ে

চাঁদপুরে জাহাজডুবি, দুইজন নিখোঁজ

চাঁদপুরে মেঘনা নদীর মতলব উত্তর উপজেলার দশানী এলাকায় বালুর জাহাজের ধাক্কায় অপর একটি জাহাজ ডুবে গেছে। সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

এ সময় জাহাজে থাকা ৪ জন স্থানীয়দের সহযোগিতায় তীরে উঠতে সক্ষম হলেও ২ জন এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া ৪ জন হলেন, জাহাজের মাস্টার বাবুল হোসেন (৪৫), মিস্ত্রী জয়নাল আবেদীন (৪৩), লস্কর ফারুক হোসেন (২২) ও লস্কর হারুন (২৪)। এদের মধ্যে ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজরা হলেন, এমভি ডরিনের স্টাফ ডালিম (৩০)। তার বাড়ি নীলফামারী জেলায়। অপরজন আব্দুল মালেক (৪৫)। তার বাড়ি বরিশালে।

ডুবে যাওয়া জাহাজ এমভি ডরিন ঢাকার দিকে যাচ্ছিল। অপর দিকে ধাক্কা দেয়া জাহাজ এমভি টাইগার ইস্ট বেঙ্গল-৭ ঢাকার দিক থেকে ফিরছিল। ডরিন ডুবে গেলেও টাইগার ইস্ট বেঙ্গল-৭ ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

তীরে আসা জাহাজের মাস্টার বাবুল হোসেন জাগো নিউজকে জানান, আমরা ঠিকঠাক মতোই যাচ্ছিলাম। কিন্তু হঠাৎ করেই বিপরীত দিক থেকে আসা জাহাজটি আমাদের জাহাজকে ধাক্কা দেয় এমভি টাইগার ইস্ট বেঙ্গল-৭। ওই জাহাজটি আমাদের জাহাজ থেকে অনেক বড় আকৃতির।

এ ঘটনায় মোহনপুর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আবু তাহের জানান, বালুর জাহাজের ধাক্কায় অপর একটি বালুর জাহাজ ডুবে গেছে। দুর্ঘটনার খবর পেয়ে সরেজমিনে গিয়ে ডুবে যাওয়া জাহাজের উদ্ধার হওয়া স্টাফদের খোঁজ-খবর ও আহত ২ জনকে হাসপাতারে নেয়ার ব্যবস্থা করেন মতলব উপজেলার নির্বাহী অফিসার শারমিন আক্তার।

ইকরাম চৌধুরী/এমএএস/পিআর