দেশজুড়ে

ফরিদপুরে হোটেলে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ

ফরিদপুর শহরের হাজী শরীয়তুল্লাহ বাজারের ‘হোটেল রয়েল প্যালেস’ থেকে সুফল সাহা (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় হোটেলের ৩০৮ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কোতয়ালী থানার এসআই সাখাওয়াত হোসেন জানান, ওই হোটেল ম্যানেজারের ফোন পেয়ে তৃতীয় তলার ৩০৮ নম্বর কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় ৬০ বছর বয়সী ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

তিনি জানান, মৃত ব্যক্তির বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের কৃষ্ণাডাঙ্গী এলাকায়। তার পরিবারের সবাই ভারতে থাকেন। বৃদ্ধের স্বজনদের খবর দেয়া হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

হোটেলের ম্যানেজার সালিউদ্দিন বলেন, ওই ব্যক্তি রোববার তৃতীয় তলায় ৩০৮ নম্বরে ওঠেন। সোমবার সকাল থেকেই তার কক্ষের দরজা বন্ধ দেখে বিকেলের দিকে দরজা নক করা হলে কোনো সাড়া শব্দ না পেয়ে বিষয়টি থানাকে জানাই। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

বি কে সিকদার সজল/বিএ