দেশজুড়ে

মির্জাপুরে নিউএইজ কারখানায় আগুন

টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকায় নিউএইজ টেক্সটাইল লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো শ্রমিক হতাহতের হয়নি।

মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে কারখানাটির এক্সেসরিজ ইউনিটে আগুনের সূত্রপাত হয়। মির্জাপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সদস্যরা দুই ঘণ্টার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ জানাতে পারেনি কারখানার কর্তৃপক্ষ।

কারখানার কর্মকর্তা-কর্মচারীদের বরাত দিয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস ও পুলিশ জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্নে নিউএইজ টেক্সটাইল কারখানাটি অবস্থিত। সকাল সোয়া সাতটার দিকে কারখানার ব্লুয়ার মেসিন থেকে বিকল শব্দ হয়। পরে অ্যাডজাস্ট ফ্যানের কাছে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন কারখানার পুরো ইউনিটে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মির্জাপুরের ৩টি ও কালিয়াকৈরের ২টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। এর আগেই কারখানার বার্টুন তৈরির মেশিন, কাঁচামাল এবং প্রয়োজনীয় কাগজপত্র আগুনে পুড়ে গেছে।

খবর পেয়ে সকাল ১০টার দিকে কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. ফখরুদ্দিন আহমেদ কারখানাটি পরিদর্শন করেন এবং শ্রমিকদের খোঁজখবর নেন। তিনি জানান, কারখানাটির এক্সসরিজ ইউনিটটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ হিসাব ছাড়া বলা যাচ্ছে না।

কারখানার ইলেকট্রিক মেকানিক স্বপন দাস জানান, সকাল ৭টার দিকে তিনি কারখানায় আসেন। এরপর ২টি ব্লুয়ার মেশিন (ডাস্ট বাইরে ফেলার মেশিন) চেক করেন। এর কিছুক্ষণ পর একটি মটরের সুইজ দেয়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দ হয়ে অ্যাডজাস্ট ফ্যানের কাছে আগুন লেগে মুর্হূতের মধ্যে ছড়িয়ে পড়ে।

টাঙ্গাইল জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মনির হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এস এম এরশাদ/আরএ/পিআর