দেশজুড়ে

মির্জাপুরে বিএনপির ৫ নেতা গ্রেফতার

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৫ নেতাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকার নাজির পাড়া থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- মির্জাপুর উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন, গোড়াই ইউনিয়ন বিএনপি নেতা জুলহাস মিয়া, গোড়াই ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হাবিবুর রহমান, গোড়াই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলামিন সিকদার আদি ও গোড়াই ইউনিয়ন যুবদল নেতা ফজলু মিয়া।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশারফ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে বিএনপির নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং টাঙ্গাইল জেলা শ্রমিক দলের উপদেষ্টা ফিরোজ হায়দার খান বিএনপি ও অঙ্গ সংগঠনের ৫ নেতাকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

এস এম এরশাদ/এফএ/পিআর