ফরিদপুরের বোয়ালমারীতে কৃষকের ফাঁদে ধরা পড়েছে একটি মেছো বাঘ। বুধবার ভোরে বোয়ালমারী পৌরসভার কুশডাঙ্গা এলাকায় এক কৃষক বাঘটি আটক করেন।
কৃষক আনোয়ার হোসেন বলেন, গত দুই দিন আমার বাড়ির কয়েকটি মুরগি খেয়ে ফেলে। পরে লোহার খাঁচা দিয়ে ফাঁদ পাতলে বুধবার ভোরে মেছো বাঘটি ধরা পড়ে।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, মেছো বাঘ আটকের খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে উদ্ধার করি। মেছো বাঘটির ব্যাপারে বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বোয়ালমারী প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জাহিদুল আলম জানান, ইউএনওর কাছ থেকে খবর পেয়ে আমি লোক পাঠিয়েছি। আমরা মেছো বাঘটিকে প্রাথমিক চিকিৎসা দেয়ার ব্যবস্থা করছি।
ফরিদপুরের ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো. মহিউদ্দীন বলেন, আটক মেছোবাঘটিকে সুস্থ করে ঢাকা চিড়িয়াখানায় কিংবা নির্জন এলাকায় অবমুক্ত করা হবে।
এফএ/আরআইপি