সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে ৯৩ বস্তা ফেয়ার প্রাইজের চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
বুধবার রাতে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের খামার উল্লাপাড়া বাজারের একটি পরিত্যক্ত সারের গোডাউন থেকে এসব চাল উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. ওলিউজ্জামান জানান, খামার উল্লাপাড়া বাজারে অতিদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ফেয়ার প্রাইজের চাল গোডাউনজাত করা হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত ওই সারের গোডাউন থেকে মালিকবিহীন অবস্থায় ৯৩ বস্তা চাল উদ্ধার করা হয়। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।
উদ্ধারকৃত চাল স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ইউসুফ দেওয়ান রাজু/এফএ/আরআইপি