ফেনীতে নাশকতার সন্দেহে ১১০ যুবককে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় বিএনপি অধ্যুষিত পুরাতন অফিস কোয়ার্টার এলাকার একটি ভবন থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই ভবনে অভিযান চালায় পুলিশ। এ সময় ভবনে জড়ো হওয়া বিভিন্ন বয়সী ১১০ যুবককে আটক করে পুলিশ।
তবে আটক একাধিক যুবক দাবি করেছেন, তারা একটি মাল্টিলেভেল কোম্পানির সেমিনারে এসেছিলেন।
ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে কোথায় কী ধরনের নাশকতার পরিকল্পনা ছিল এ বিষয়ে জানাতে অস্বীকার করেন তিনি।
এফএ/আরআইপি