মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জন ও বৃষ্টি উপেক্ষা করে অর্ডিন্যান্স পরিবর্তনের চতুর্থ দিনেরমতো আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার সকাল ৯টায় আন্দোলন পরিচালনার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে অবস্থান নেন ওই শিক্ষার্থীরা। এখনো আন্দোলন অব্যাহত রয়েছে।
গান, কবিতা আবৃত্তি ও নানা ধরনের স্লোগানের মাধ্যমে ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে চলমান শিক্ষাবর্ষের অর্ডিন্যান্সের পরিবর্তন ও পূর্বের অর্ডিন্যান্স পুনর্বহাল এবং অর্ডিন্যান্সের পরিবর্তন হলে পরীক্ষার জন্য নূন্যতম সাতদিন সময় দিয়ে পরীক্ষা নেয়ার দাবি জনান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন শিক্ষাবর্ষের অধ্যায়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরিফ উর রহমান টগর/এএম/জেআইএম