দেশজুড়ে

ক্রেতা সেজে ৪ প্রতারককে ধরে ফেললো র‌্যাব

জয়পুরহাটের কালাই উপজেলার দেওগ্রাম থেকে জাল ডলার ও টাকাসহ চারজনকে আটক করেছে র‌্যাব। বুধবার রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জয়পুরহাটের কালাই উপজেলার দেওগ্রামের সামসুদ্দিনের ছেলে সাইদুর রহমান (৩৫), একই গ্রামের সৈয়দ আলীর ছেলে সুজাউল মন্ডল (৩৮), আব্দুর রাজ্জাক মন্ডলের ছেলে সাধন মন্ডল (৩২) ও হাসমত আলীর ছেলে রাজ্জাক মন্ডল (৭০)।

র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার আবু খায়ের জানান, আটকরা দীর্ঘদিন ধরে ডলার কেনা-বেচার নাম করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। বুধবার রাতে দেওগ্রাম এলাকায় র‌্যাব সদস্যরা ক্রেতা সেজে ডলার কেনার ফাঁদ পেতে জাল ডলার বিক্রি চক্রের সদস্যদের ১০ হাজার টাকার জাল নোট ও ৩৮টি ইউএস ডলারসহ হাতে-নাতে আটক করে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে বলে তিনি জানান।

রাশেদুজ্জামান/আরএআর/আরআইপি