দেশজুড়ে

আমরা ধর্মনিরপেক্ষভাবে সব কাজ করতে পারি : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা থাকলে দেশ এগিয়ে যায়। শুধু এগিয়ে যাওয়া নয়, সারা পৃথিবীতে বাংলাদেশকে মাথা উঁচু করে তুলে ধরার কাজটি করছেন জননেত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী ও নকলা উপজেলায় শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনের পর শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এর আগে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন কৃষিমন্ত্রী।

তিনি বলেন, আমাদের সংবিধানের চার মূলনীতিতে পরিষ্কারভাবে উল্লেখ আছে রাষ্ট্রের চোখে ধর্ম-বর্ণ, গোত্র নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবেন। সেখানে ধর্মনিরপেক্ষতার কথাও পরিষ্কারভাবে উল্লেখ আছে। কাজেই আমরা কোনো বৈষম্য প্রশ্রয় দেই না। আমরা ধর্মনিরপেক্ষভাবে সব কাজ করতে পারি।

এ সময় উপস্থিত ছিলেন- শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ূন কবির রুমান, শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান আসমত আরা আসমা, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান প্রমুখ।

হাকিম বাবুল/এএম/আরআইপি