কিশোরগঞ্জে বিএনপি-জামায়াত জোটের অবরোধের সময় ট্রেনে আগুন দেওয়ার মামলার প্রধান আসামি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার বেলা ১১টার দিকে আদালতে আত্মসমর্পণের পর কিশোরগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক, জেলা ও দায়রা জজ মুহম্মদ মাহবুবুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।চলতি বছরের ৬ জানুয়ারি রাতে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে ময়মনসিংহ থেকে ঢাকাগামী ঈশাখা এক্সপ্রেসের একটি বগিতে আগুন দেয় অবরোধকারীরা। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।এ ঘটনায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়াসহ ১৬ জনকে আসামি করে রেলওয়ে থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার এ কে এম আব্দুস সালাম। মামলা দায়েরের পর থেকে পলাতক ছিলেন বিএনপির নেতা হাজী ইসলাইল মিয়া।নূর মোহাম্মদ/এমজেড/পিআর