মৌলভীবাজারের কুলাউড়ায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকির হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
জাকির উপজেলার রাউৎগাও ইউনিয়নের উত্তর মনরাজ গ্রামের মো. সাজ্জাদ আলীর ছেলে।
জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টায় জাকির পাশের বাড়িতে গাছের ডাল কাটতে যায়। এ সময় গাছের পাশে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে গাছ থেকে পড়ে যায় জাকির। পরে স্থানীয় লোকজন তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ মরদেহ হাসপাতাল থেকে থানায় নিয়ে আসে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিম মূসা জানান, মরদেহ থানায় আছে। যাবতীয় আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্থান্তর করা হবে।
রিপন দে/এফএ/পিআর