জিপিএ-৫ কে নির্যাতন নামে আখ্যায়িত করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, সংস্কৃতি চর্চার মাধ্যমে মেধার বিকাশ ঘটাতে হবে। আমরা ক্লাসের মধ্যে বাচ্চাদের আটকে রেখেছি। তাদের কবিতা পড়া, গান শেখা ও খেলাধুলা করার সময় হয়ে উঠে না।
স্থানীয় সামাজিক সংগঠন ‘একুশে পরিষদ’র ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে শনিবার বিকেলে নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, আগে দরিদ্র শিক্ষকরা আমাদের ধনী করেছেন। কিন্তু এখন শিক্ষকরা ধনী হচ্ছেন, আর শিক্ষার্থীরা হচ্ছে গরিব। সরকার সবকিছু একাই করতে পারে না, যদি না আপনারা সহযোগিতা করেন।
এ সময় একুশে পরিষদের সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট শহীদুজ্জামান সরকার এমপি, নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন, পরিষদের উপদেষ্টা সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, ডাক্তার ময়নুল হক, বিন আলী পিন্টু, রফিকুদ্দৌলা রাব্বি, নাইচ পারভিন, বিষ্ণ কুমার দেবনাথ, সাধারণ সম্পাদক এমএম রাসেল, ২৫ বছর পূর্তি উৎসব প্রস্তুতি কমিটির আহ্বায়ক মনোয়ার হোসেন লিটনসহ প্রমুখ।
আব্বাস আলী/এফএ/জেআইএম