উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য দায়িত্বরত পাঁচজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি দেয়া হয়েছে।
মঙ্গলবার অব্যাহতি দিয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটরের কার্যালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
অব্যাহতি পাওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের মধ্যে রয়েছেন- জহিরুল হক জহির, আবদুল্লাহ আল মামুন, মো. জাহাঙ্গীর আলম, শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর ও মনজুর কাদের।
এর আগে আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (৩০ অক্টোবর) ওই পাঁচজনকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন দেয় আইন মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচ ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে জনস্বার্থে রাষ্ট্রপতির পক্ষে নিয়োগের আদেশ বাতিল করে তাদের অব্যাহতি দেওয়া হলো। অবিলম্বে এ আদেশ কার্যকরের হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, এর আগে সর্বশেষ গত ৪ জানুয়ারি ‘দ্য বাংলাদেশ ল অফিসার অর্ডার ১৯৭২ এর ৩ (২) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিম্ন ৩৪ জন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করেছিল সরকার।
এফএইচ/আরএমএম/এসএইচএস/পিআর/এমএস