মেয়ের বাড়ি যাওয়ার পথে সাতক্ষীরার দেবহাটায় সড়ক দুর্ঘটনায় শহীদুল গাজী (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা-দেবহাটা সড়কের কুলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহীদুল গাজী সাতক্ষীরা শহরের পলাশপোলের মধুমোল্লার ডাঙ্গীর মৃত ছয়ের গাজীর ছেলে। স্থানীয়রা জানান, সকালে মাহেন্দ্রযোগে নলতায় মেয়ের বাড়ি যাচ্ছিলেন শহীদুল গাজী। মাহেন্দ্রটি কুলিয়ায় পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি খালি ট্রলির সঙ্গে ধাক্কা দেয়। এ সময় ড্রাইভারের পাশে বসে থাকা শহীদুল গাজী মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আকরামুল ইসলাম/এফএ/আরআইপি