দেশজুড়ে

নরসিংদীতেও অনশনে বিএনপি

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার রায়ের প্রতিবাদে অনশন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নরসিংদী জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ অনশন কর্মসূচি পালন করা হয়।

কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনশনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়। অনশনে বক্তারা, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার রায় বাতিল ও বিএনপির অঙ্গ-সংগঠনের সকল নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারসহ নেতাকর্মীর মুক্তি দাবি করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি মঞ্জুর এলাহী, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, সদর থানা বিএনপির সভাপতি সালেহ চৌধুরী, রায়পুরা আসনের মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রুয়েল, দফতর সম্পাদক আমিনুল হক বাচ্চু, মৎস্যজীবী দলের সভাপতি হাবিবুর রহমান মিলন ও শহর বিএনপির সহ-সভাপতি আলমগীর হুসাইন প্রমুখ।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর মহানগর নাট্যমঞ্চে অনশনে বসে বিএনপি। বিকেল ৪টা পর্যন্ত চলে তাদের অনশন।

সঞ্জিত সাহা/এএম/পিআর