দেশজুড়ে

যশোরে কোটি টাকার ভারতীয় পণ্য আটক

যশোরে প্রায় সোয়া কোটি টাকার ভারতীয় পণ্য আটক করেছে বিজিবি। শুক্রবার বিকেলে যশোর-বেনাপোল মহাসড়কের চাঁচড়া মোড়ে অভিযান চালিয়ে একটি পিকআপ ভর্তি এসব পণ্য আটক করা হয়। আটক পণ্যের মধ্যে রয়েছে, বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও কাশ্মীরি শাল।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৩টার দিকে যশোরের চাঁচড়ার মোড়ে ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি পিকআপ আটক করা হয়। আটক পিকআপ থেকে ভারতীয় উন্নত মানের বিপুল পরিমাণে শাড়ি, লেহেঙ্গা এবং কাশ্মীরি শাল চাদর উদ্ধার করা হয়। এসব মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ ২২ হাজার ৫০০ টাকা। আটক মালামাল যশোর কোতোয়ালি থানায় জমা দেয়া হবে।

আরএআর/এমএস