মাদারীপুরের কালকিনির কুন্ডু বাড়ির মেলায় স্টল বরাদ্দ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মামুন ওরফে আবিদ হোসেন নামে একজন নিহত হয়েছেন। রোববার ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল মেডিকেলে মারা যান তিনি।
কালকিনি থানা পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে কুন্ডু বাড়ির মেলার স্টল বরাদ্দ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষরা মামুন ওরফে আবিদ মাতুব্বরকে কুপিয়ে আহত করে।
রাতেই তাকে বরিশাল মেডিকেলে নেয়া হলে ভোর ৪টার দিকে তিনি মারা যান। নিহত আবিদ দক্ষিণ গোপালপুর গ্রামের আবদুল খালেক মাতুব্বরের ছেলে।
কালকিনি থানা পুলিশের ওসি মোফাজ্জল হোসেন জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নাসিরুল হক/এফএ/এমএস