নতুন খবর দিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নতুন খবরই বটে। আর তা প্রকাশ্যে অনুরাগীদের সঙ্গে শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।
সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন শুভশ্রী। সেখানেই জানিয়েছেন তার জীবনের নতুন খবর।
শুভশ্রীর কথায়, ‘তোমাদের সকলের জন্য খুব স্পেশ্যাল খবর দেব আমি। গেস করতে পারছ? আমার সম্বন্ধে আরও বেশি খবর জানতে শেয়ার চ্যাট অ্যাপ এই মুহূর্তে ডাউনলোড করো। আমার অ্যাকাউন্ট ফলো করো। আমার সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে। কিছু এক্সক্লুসিভ কনটেন্টও পাবে।’
সদ্য জন্মদিন পেরিয়েছেন এই নায়িকা। বিয়ের পর প্রথম জন্মদিন তার কাছে খুবই স্পেশ্যাল ছিল। স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে সেলিব্রেশনের মুহূর্তও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এর মধ্যেই তার অনুরাগীদের জন্য নতুন খবর। এবার শেয়ার চ্যাট অ্যাপের মাধ্যমেও তার সম্বন্ধে জানতে পারবেন ভক্তরা।
A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real) on Oct 31, 2018 at 3:33am PDT
এসআর/পিআর