ফেনীর তিনটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলার কয়েকজন শীর্ষ নেতাসহ প্রায় দুই ডজন নেতা। শুক্র ও শনিবার সকাল থেকে দলটির ধানমন্ডি কার্যালয় থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেন তারা। আজ বিকেল ৩টায় মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান শেখ হাসিনার সভাপতিত্বে পার্লামেন্ট বোর্ডসভা অনুষ্ঠিত হবে। সেখানে মনোনয়ন বিক্রির শেষ সময় জানানো হবে।
দলীয় একাধিক সূত্র জানায়, ফেনী-১ (ছাগলনাইয়ার পরশুরাম ও ফুলগাজী) আসন থেকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বাশার তপন, অ্যাডভোকেট আবদুল্লাহ আল হারুন ভূঁইয়া রাসেল মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
ফেনী-২ আসন থেকে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ও আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট কাজি ওয়ালীউদ্দীন ফয়সল, যুবলীগ নেতা ও ধর্মপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজহারুল হক আরজু।
ফেনী-৩ আসন থেকে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমান বকম, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার, এনআরবি গ্লোবাল ব্যাংক চেয়ারম্যান নিজাম চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক জহির উদ্দিন মাহমুদুর লিপটন, মহিলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অভিনেত্রী রোকেয়া প্রাচী, দাগনভূঁঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, সোনাগাজী পৌর মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন প্রমুখ।
এদিকে ফেনীর তিনটি আসন (১, ২ ও ৩) থেকে দলীয় মনোনয়ন কিনে সাড়া ফেলেছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও তিনবারের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন হাজারী। অপরাপর আওয়ামী লীগের প্রার্থীরা পর্যায়ক্রমে মনোনয়ন সংগ্রহ করবেন বলে মনোনয়নপ্রত্যাশীদের ঘনিষ্ঠ সূত্র জানা।
জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক শহীদ খোন্দকার বলেন, শুক্রবার থেকে প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন চৌধুরী নাসিম ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীসহ ফেনীর বেশ কয়েকজন নেতা ফরম সংগ্রহ করেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষণায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ২৩ ডিসেম্বর। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর, বাছাইয়ের তারিখ ২২ নভেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর।
বিএ/এমএস