আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন শরীয়তপুরের অন্তত ১৫ জন মনোনয়ন প্রত্যাশী। ফরম বিক্রি শুরুর প্রথম দিন শুক্রবার ও দ্বিতীয় দিন শনিবার কেন্দ্রীয় আওয়ামী লীগ কার্যালয় থেকে নেতারা এসব ফরম নিলেও রোববার শরীয়তপুরের কেউ ফরম নেননি বলে জানা গেছে।
শুক্রবার মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিন এ জেলার ১১ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। আর দ্বিতীয় দিন কিনেছেন ৪ জন।
শরীয়তপুর সংসদীয় ৩টি আসনের জন্য মনোনয়ন ফরম কেনা ব্যক্তিরা হলেন, শরীয়তপুর-১ (শরীয়তপুর সদর-জাজিরা) আসন থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু, জাজিরা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোবারক আলী সিকদার, শরীয়তপুর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম কোতোয়াল ও সাবেক ছাত্রলীগ নেত্রী নুরজাহান আক্তার সবুজ।
অপরদিকে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসন থেকে ৭ জন মনোনয়ন ফরম কিনেছেন। এরা হলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলীর ছেলে ৭১-ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. খালেদ শওকত আলী, সাবেক এমপি অ্যাডভোকেট নাভানা আক্তার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট সুলতান মাহমুদ সীমন মোল্লা, এই আসনের প্রথম সংসদ সদস্য শহীদ এএফএম নুরুল হক হাওলাদারের মেয়ে জোবায়দা হক অজন্তা, নড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম ইসমাইল হক ও আওয়ামী লীগ উপকমিটির সাবেক সহ-সম্পাদক এম.এ মালেক।
এছাড়া শরীয়তপুর-৩ (গোসাইরহাট-ডামুড্যা-ভেদরগঞ্জ) আসন থেকে প্রথম দিন শুক্রবার দলের মনোনয়ন ফরম কিনেছেন সাবেক পানি সম্পদ মন্ত্রী প্রয়াত আব্দুর রাজ্জাকের ছেলে আলহাজ্ব নাহিম রাজ্জাক। ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি বাহাদুর বেপারী এবং শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান সিকদার।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম জানান, শরীয়তপুর-২ নির্বাচনী এলাকার জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীরা তার পক্ষে আছেন। তাই এলাকার ব্যাপক উন্নয়ন ও অগ্রগতির জন্য তাকে এমপি হিসেবে চায় জনগণ। মনোনয়ন পেলে বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশাবাদী তিনি।
এদিকে মনোনয়ন ফরম কেনার পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু বলেন, জননেত্রীর কাছে মনোনয়ন চাওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে শরীয়তপুরবাসীর কল্যাণে সর্বদা নিয়োজিত থাকব।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর বেপারী বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলেই ব্যাপক উন্নয়ন হয়। আর উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।
মো. ছগির হোসেন/এফএ/পিআর