জাতীয় পুরুষ হ্যান্ডবলের ২৮তম আসর মঙ্গলবার পল্টন ময়দান সংলগ্ন হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয়েছে। বাংলাদেশ ইনসিওরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শেখ কবির হোসেন প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা উদ্বোধন করেন।
উদ্বোধনী দিনের খেলায় সুনামগঞ্জ ১৭-৯ গোলে নারায়ণগঞ্জকে, ঢাকা ৩৭-১৬ গোলে নারায়ণগঞ্জকে, সুনামগঞ্জ ২৮-৮ গোলে বরিশালকে, নাটোর ২০-১৫ গোলে মাদারীপুরকে, নড়াইল ২৫-৫ গোলে মেহেরপুরকে, ফরিদপুর ২৮-১৭ গোলে জয়পুরহাটকে ও চট্টগ্রাম ১৮-১৫ গোলে কুমিল্লাকে পরাজিত করে।
দিনের অন্যান্য খেলায় লালমনিরহাট ২৭-৯ গোলে ঠাকুরগাঁওকে এবং বান্দরবান ২৬-৬ গোলে গাইবান্ধা জেলাকে পরাজিত করেছে।
আরআই/আইএইচএস/এমএস