দেশজুড়ে

নরসিংদী-১ আসনে নৌকার মাঝি হতে চান সরওয়ার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচনে লড়তে চান আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরীক গণ আজাদী লীগের সিনিয়র যুগ্ম মহাসচিব মো. সরওয়ার হোসাইন। তিনি নরসিংদী-১ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী।

ইতোমধ্যে এ আসনে দল থেকে জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন গণ আজাদী লীগের সভাপতি এস কে সিকদার।

খোঁজ নিয়ে জানা গেছে, এ আসন থেকে গত বছর এমপি হন পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম। এবার সেখান থেকে জোটের শরিক দল হিসেবে সরওয়ার হোসাইনের মনোনয়ন পেতে চায়।

নরসিংদী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যয়নকালে ছাত্র সমাজের কলেজ ও জেলার কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দায়িত্বও পালন করেন তিনি। তবে তৎকালীন জাতীয় পার্টির কর্মকাণ্ডে বিরাগভাজন হয়ে দল ছাড়েন যোগদান করেন গণ-আজাদী লীগে।

আন্তর্জাতিক এয়ার এক্সপ্রেস কাউন্সিল ও এয়ার কার্গো অব বাংলাদেশের মেম্বার সরওয়ার হোসাইন নরসিংদী জেলার রেড ক্রিসেন্টের আজীবন মেম্বার। বনশ্রীর ইষ্টার্ন বনবিথী অ্যাপার্টমেন্ট মালিক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন তিনি।

গণ আজাদী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী সরওয়ার হোসাইন বলেন, নিজ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেয়া হয়েছে। গত ১৪ নভেম্বর গণভবনে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানেও যোগ দিয়েছিলাম।

তিনি বলেন, মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ ১৯৩৬ সাল থেকে শুরু করে ১৯৭০ সাল পর্যন্ত বহুবার সাংসদ নির্বাচিত হন। ১৯৫৬ সাল থেকে ১৯৬৭ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ওই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সাধারণ সম্পাদক।

গণ আজাদী লীগের প্রতিষ্ঠাতা জাতীয় নেতা মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ জাতির এক ক্লান্তি লগ্নে বাংলাদেশে গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখা ও গণ মানুষের মুক্তি ও অধিকার প্রতিষ্ঠার লক্ষে ১৯৭৬ সালে গণ আজাদী লীগ প্রতিষ্ঠা করেন।

বর্তমানে আমাদের দল দীর্ঘ ১৪ বছর ধরে ১৪ দলীয় জোটে সক্রিয় রয়েছি। তাই জোটের প্রতীক নৌকা মার্কায় আমরা অংশ নেব। জোট নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বিষয়টি যথাযথ মূল্যায়ন করবেন বলে আশা করছি।

তিনি বলেন, নরসিংদীতে আমার জন্ম। মাওলানা তর্কবাগীশ ১৯৫৬ সাল থেকে ১৯৬৭ সাল পর্যন্ত সভাপতি ছিলেন আওয়ামী লীগের। সাধারণ সম্পাদক ছিলেন বঙ্গবন্ধু। মহান দুই নেতার আদর্শের দল থেকেই নির্বাচন করতে চাই।

এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন করতে গেলে সংসদে প্রতিনিধিত্ব দরকার উল্লেখ করে তিনি বলেন, এলাকার বঞ্চিত মানুষের উন্নয়নে, এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। সন্ত্রাসী ও মাদকমুক্ত করার জন্য সংসদের প্রতিনিধিত্ব দরকার। নরসিংদীর আন্তঃনগর ট্রেনের স্টপেজ ছিল না, সেটা আমি চালুর ব্যবস্থা করেছি। আগামীতে শুধুমাত্র নরসিংদী থেকে ঢাকাগামী ট্রেন চালুর উদ্যোগ নেব। এজন্য রেলমন্ত্রী আশ্বাসও দিয়েছেন। নরসিংদীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ তৈরি করার ইচ্ছে আছে।

নরসিংদী সদরের হাজীপুর ইউনিয়নের ওয়ার্ড সদস্য আঙ্গুর মিয়া বলেন, নরসিংদীতে ১৪টি ইউনিয়ন। অনেকেই মনোনয়ন চাইছেন। তবে সরওয়ার হোসাইনের পরিবার মুক্তিযুদ্ধে সক্রিয় ছিল। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা তার বাবা গোলাম হাসনাইনকে চেনেন। স্বাধীনতার সময় নরসিংদীর রায়পুরা থানার ওসি ছিলেন তিনি। থানার অস্ত্র নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে যুদ্ধে অংশ নিয়েছিলেন। এমন পরিবারের সন্তান এমপি নির্বাচিত হলে আশা করি এলাকার উন্নয়ন হবে।

হাজীপুর ইউনিয়নের বাসিন্দা রসূল মামুন বলেন, তিনি ছাত্র জীবনে এলাকায় অনেক দৌঁড়-ঝাঁপ করেছেন। এলাকার উন্নয়নে তিনি সিদ্ধহস্ত। দলমত নির্বিশেষে এলাকায় তার জনপ্রিয়তা রয়েছে। আশা করছি তিনি মনোনয়ন পাবেন।

জেইউ/এমএএস/আরআইপি