দেশজুড়ে

মুজিবনগরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

মেহেরপুরের মুজিবনগরে মাটিবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সুইট নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সোনাপুর ঈদগাহের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুইট বাগোয়ান ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি। তার বাড়ি মুজিবনগর উপজেলার মাঝপাড়া গ্রামে।

পুলিশ সূত্রে জানা গেছে, মুজিবনগর থেকে কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সুইট। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাটিবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত সুইটকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মুজিবনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেম বলেন, ট্রলিচালক পালিয়ে গেলেও ট্রলিটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। মামলার প্রস্ততি চলছে।

আসিফ ইকবাল/আরএআর/এমএস