বেনাপোল পোর্ট থানার সাদীপুর এলাকা থেকে হুন্ডির ১০ লাখ টাকাসহ রাসেল (২১) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
বুধবার দুপুরে বেনাপাল চেকপোস্ট সংলগ্ন সাদিপুর মোড় থেকে তাকে আটক করা হয়। আটক রাসেল সাদিপুর গ্রামের তুরাফ আলীর ছেলে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওয়াহাব জানান, বিজিবির নিজস্ব গোয়েন্দার মাধ্যমে জানা যায় সাদিপুর সীমান্ত দিয়ে এক হুন্ডি পাচারকারী বিপুল পরিমাণ হুন্ডির টাকা নিয়ে যশোর যাওয়ার উদ্দেশ্যে সাদিপুর মোড়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ১০ লাখ টাকাসহ তাকে আটক করে।
আটক রাসেলের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
জামাল হোসেন/এফএ/জেআইএম