দেশজুড়ে

মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঊষাতন তালুকদার

রাঙ্গামাটি ২৯৯ নম্বর আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রাঙ্গামাটির বর্তমান সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ঊষাতন তালুকদার।

বৃহস্পতিবার রাঙ্গামাটি জেলা নির্বাচন অফিস থেকে তিনি এ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানান রাঙ্গামাটির প্রধান নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখ।

তিনি জানান, রাঙ্গামাটির বর্তমান সংসদ সদস্য ঊষাতন তালুকদারসহ আরও দুইজন বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অন্যরা হলেন, স্বতন্ত্র প্রার্থী অমর কুমার দে ও শরৎজ্যোতি চাকমা। এ নিয়ে মোট ৯ জন রাঙ্গমাটি ২৯৯ নম্বর আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে নিশ্চিত করেন তিনি।

এর আগে মনোনয়ন পত্র সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুঁই চাকমা, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জসিম উদ্দিন তালুকদার, স্বতন্ত্র প্রার্থী শান্তি দেব চাকমা, সচিব চাকমা ও পারভেজ তালুকদার।

প্রসঙ্গত, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সভপতি ঊষাতন তালুকদারের কাছে প্রায় ২০ হাজার ভোটে পরাজিত হন আওয়ামী লীগের প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।

সাইফুল উদ্দীন/এফএ/এমএস