দেশজুড়ে

পটুয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ

পটুয়াখালীতে থেকে ৬২ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। শুক্রবার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জব্দ করে প্রশাসন।

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গলা‌চিপার হ‌রি‌দেবপুর ঘা‌টে অভিযান চালিয়ে রাত ৭টায় ট্রাকসহ ৫০ মণ জাটকা জব্দ ক‌রা হয়। পরে এতিমখানা, অসহায় দুস্থদের মাঝে বিতরণ করা হবে। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

রাঙ্গাবালী কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মো. রেজাউল করিম জানান, দুপুরে রাঙ্গাবালীর অাগুনমুখা নদীতে অভিযান চালিয়ে ১২ মণ জাটকা জব্দ ক‌রা হয়। পরে বিকেলে এতিমখানা, অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/জেএইচ