দেশজুড়ে

মাশরাফির নড়াইলে আনন্দের বন্যা

একাদশ সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজাকে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী ঘোষণায় মিষ্টি বিতরণ শুরু হয়েছে। বিভিন্ন পেশার মানুষ আওয়ামী লীগের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এমন খবরে নড়াইলে চলছে আনন্দ-উচ্ছ্বাস। নির্বাচনী মাঠে মাশরাফিকে স্বাগত জানিয়ে তার পাশে থাকার কথাও জানিয়েছেন বিভিন্ন পেশার মানুষ।

ক্রিকেট অঙ্গনে মাশরাফির যেমন ভাবমূর্তি রয়েছে, রাজনীতিতেও তিনি উজ্জ্বল হয়ে উঠবেন, সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন করবেন এমন প্রত্যাশা সবার।

‘নড়াইল এক্সপ্রেসকে’ চূড়ান্ত প্রার্থী ঘোষণার পর থেকে বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করা হচ্ছে। যাত্রীবাহী বাস, অটোবাইক, ব্যবসাপ্রতিষ্ঠানসহ পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেন দলীয় নেতাকর্মীসহ মাশরাফি ভক্তরা। এ সময় মাশরাফি... মাশরাফি.. স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।

ক্রিকেট অঙ্গনের সুনাম অক্ষুণ্ন রেখে রাজনীতিতেও এগিয়ে যাবেন বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এমনটাই প্রত্যাশা দলীয় নেতাকর্মীসহ ভক্তদের।

উল্লেখ্য আজ রোববার মাশরাফির পক্ষে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আনজুমান আরার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন। ইতোমধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে উৎসুক জনতা জমায়েত হতে শুরু করেছে।

হাফিজুল নিলু/এফএ/পিআর