কুড়িগ্রাম-২ আসনে আওয়ামী লীগ থেকে মো. জাফর আলীকে মনোনয়নের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় নেতাকর্মীরা।
এ ঘটনায় সোমবার সকাল থেকে শহরের জিরোপয়েন্ট শাপলা চত্বরে বিভিন্নস্থান থেকে নৌকার সমর্থকরা জড়ো হতে থাকে। এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চাষি এমএ করিম’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, শেখ বাবুল, কাজিউল ইসলাম, সাঈদ হাসান লোবান, আবদার হোসেন বুলু, ছাত্রনেতা তাপস, মিনহাজুল ইসলাম আইয়ুব, জেলা ছাত্রলীগের সভাপতি রকিবুজ্জামান রাকিব ও রাকিবুজ্জামান রনিসহ অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
এছাড়াও নির্বাচনী এলাকার কুমরপুর, কাঁঠালবাড়ী, খলিলগঞ্জসহ বিভিন্নস্থানে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করা হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। এছাড়াও বিকেল ৩টা থেকে পুনরায় বিক্ষোভ সমাবেশের ডাক দেয়া হয়।
এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতারা কুড়িগ্রাম-২ আসন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচন করা অথবা উন্মুক্তভাবে নির্বাচনের দাবি জানানো হয়। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
উল্লেখ্য, এই আসন থেকে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মেজর জেনারেল আমসাআ আমিন গণফোরামে যোগ দিয়ে ঐক্যফ্রন্টে ও সহ-সভাপতি পনির উদ্দিন আহমদ পদত্যাগ করে জাতীয় পার্টি থেকে মনোনয়ন সংগ্রহ করেন।
নাজমুল/এমএএস/আরআইপি