একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাদারীপুর-২ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এছাড়া আওয়ামী লীগ, বিএনপিসহ অন্য দলের প্রার্থীরা এরই মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিতে শুরু করেছেন। এ পর্যন্ত মাদারীপুরে ১৭টি ফরম বিতরণ হয়েছে। যার মধ্যে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জেলা ও উপজেলা রিটার্নিং কার্যালয়ে জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমা দেয়ার পর মন্ত্রী বলেন, বিএনপি এখনও নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, সেটা নিয়ে আমার সন্দেহ আছে। কারণ বিএনপির রাজনীতিতে কোনো আদর্শ নেই। এদের সঙ্গে যারা আছে, তাদেরও আদর্শ নেই। এমন আদর্শহীন দল সমাজের কোনো উপকারে আসবে না।
মন্ত্রী এ সময় সকল প্রার্থীদের নির্বাচনী আচারণবিধি মেনে চলার আহ্বান জানান। পরে তিনি রাজৈর উপজেলা সহকারী রিটার্নিং কার্যালয়ে তার ডামি মনোনয়নপত্র দালিখ করেন।
এছাড়া মাদারীপুরের অন্য দুটি আসনেও আওয়ামী লীগ, বিএনপিসহ অন্য দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন।
নাসিরুল হক/এফএ/পিআর