দেশজুড়ে

ফেনীতে নিজাম হাজারীসহ মহাজোট প্রার্থীদের মনোনয়নপত্র জমা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ফেনীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন মহাজোটের প্রার্থীরা। বুধবার দুপুরে জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামানের কাছে মনোনয়নপত্র তুলে দেন ফেনী-১ আসনের প্রার্থী জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন আখতার, ফেনী-২ আসনের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী ও ফেনী-৩ আসনের প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী।

এছাড়াও এদিন দুপুর পর্যন্ত ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার চৌধুরী, বিএনএফ মনোনীত প্রার্থী শাহরিয়ার ইকবাল, জাতীয় ঐক্যফ্রন্টের নেতা এটিএম গোলাম মাওলা চৌধুরী ও ইসলামী আন্দোলনের নেতা মাওলানা কাজী গোলাম কিবরিয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ফেনী-২ (সদর) আসনে বিএনএফ মনোনীত প্রার্থী শাহরিয়ার ইকবাল ও ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নুরুল করিম বেলালী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে সৈৗদি আরব আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী হাজী রহিম উল্যাহ, ইসলামী আন্দোলনের নেতা মাওলানা আবদুর রাজ্জাক, বাম জোট বাসদ নেতা হারাধন চক্রবর্তী ও দাগনভূঞা পৌরসভার জগতপুর গ্রামের বাসিন্দা হাসান আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ সময় জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান বলেন, এখন পর্যন্ত ফেনীর তিনটি আসনে ১৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিকেল ৫টায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

রাশেদুল হাসান/আরএআর/এমএস